জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের সুস্থতা ও সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য টাঙ্গাইলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শিশু একাডেমি মিলনায়তনে ওয়ারিয়র্স অফ জুলাই টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জুলাই -আগস্ট আন্দোলনের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের উদ্দেশ্যে সদস্য সচিব নবাব আলী বলেন, জুলাই আহত যোদ্ধা এবং শহীদদের রক্তের দাবি রেখে বলছি যে, ২০১৮ কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেইসাথে এইবারে ২০২৪ এর চূড়ান্ত বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনাদের সবার প্রতি টাঙ্গাইলের যে ৯ জন শহীদ হয়েছে তাদের রক্তের দাবি রেখে বলছি, রূপান্তরি এক সভ্যতার বাংলাদেশ না গড়ে থামবো না। এই মুহূর্তে কেন্দ্রীয় সমন্বয়ক এবং ওয়ারিয়র্স অফ জুলাই এর নেতৃবৃন্দদের প্রতি আহবান থাকবে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা টাঙ্গাইলের সকল যোদ্ধারা আবার রাজ পথে নামবো এবং আহতদের সঠিক চিকিৎসা ও যাদের পূনর্বাসন দরকার তাদের দ্রুত সময়ের মধ্যে পূনর্বাসন ব্যবস্থা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অফ জুলাই টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব নবাব আলী, যুগ্ম আহবায়ক সোলাইমান হোসেন, সংগঠক জুবায়ের আহমাদ সিয়াম, মূখপাত্র-সুজন, যুগ্ম আহবায়ক -আব্দুর রহমান, খোকন, শহীদ মারুফের মা মোর্শেদাসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দরা।