লালমনিরহাট সদর উপজেলার একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ রবিউল ইসলাম (২৫) কে টাঙ্গাইল জেলার দেলদুয়ার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী (বয়স ১৭) স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম তার নানার বাড়িতে থেকে লেখাপড়ার পাশাপাশি একই এলাকায় ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো। গত এক বছর ধরে ভুক্তভোগী ও তার সহপাঠীরা রবিউলের কাছে প্রাইভেট পড়তে যেত।
অভিযোগ রয়েছে, প্রতিদিন প্রাইভেট ক্লাস শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ভুক্তভোগীকে সে কৌশলে একা রেখে দিত। এরপর প্রেমের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে ভুক্তভোগী ৩ মাস ২৯ দিনের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
পরবর্তীতে, গত ১৭ জুন ২০২৫ তারিখ সকাল ৮টার দিকে অভিযুক্ত আবারও বিয়ের আশ্বাস দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারা ও দণ্ডবিধির ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন।
মামলা নম্বর: ৩৮, তারিখ: ১৬ জুলাই ২০২৫।
মামলার পর থেকেই অভিযুক্ত রবিউল ইসলাম পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল এবং র্যাব-১৩ এর সিপিএসপি, রংপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ২০ সেপ্টেম্বর ২০২৫, রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন গজিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।