টাঙ্গাইলের কালিহাতি থানাধীন এলাকায় গত আগস্ট মাসে সংঘটিত ছিনতাই মামলার দুই পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ বেলাল হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৩) ২ আগস্ট ২০২৫ তারিখ ভোররাতে ঢাকা যাওয়ার পথে কালিহাতির হিজুলি সাকিনস্থ নবনির্মিত মসজিদের সামনে অজ্ঞাত চার ছিনতাইকারী মোটরসাইকেলে করে তাকে পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই দিনে ওই ছিনতাইকারী দল আঃ মান্নান নামের এক ব্যক্তির কাছ থেকেও ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় জনতার সহযোগিতায় এক আসামিকে আটক করা হলেও বাকি সদস্যরা পালিয়ে যায়।
র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল ১২ সেপ্টেম্বর আকুর টাকুর পাড়া এলাকা থেকে ছিনতাই মামলার পলাতক সক্রিয় সদস্য মোঃ আলহাজ্ব আকন্দ (২৬) কে গ্রেফতার করে। এর আগে, ৯ সেপ্টেম্বর হাজেরাঘাট বাজার এলাকা থেকে অপর পলাতক সদস্য সুমন (২২) কে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতি থানার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।











