সমাচার ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে র্যাব পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়কালে দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃকতরা বর্তমানে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টশন থেকে র্যাব পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে হাইচ গাড়িতে তুলেন। পরবর্তীতে র্যাব পরিচয়কারীরা মহাসড়কের যে কোন এক স্থানে এসে ব্যবসায়ীর কাছে ১২ লাখ টাকা দাবি করেন। পরে অপহরণকারীদের দাবির প্রেক্ষিতে টাকা দেয়া হয়। বিষয়টি কয়েকজনের সন্দেহ হওয়ায় তাদের গতিরোধ করেন। এক পর্যায়ে তারা র্যাব পরিচয়কারীদের গণধোলায় দেয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাদের আটক করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, তাদের কাছ থেকে নকল পিস্তল, ওয়াকিটকি ও হাইচ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। গ্রেপ্তারকৃত দুইজনকে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।