টাঙ্গাইলে র্যাবের পৃথক দুইটি অভিযানে পৃথক ধর্ষণ মামলার দুইজন আসামী গ্রেফতার হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে টাঙ্গাইল জেলার সখিপুর থানার তক্তারচালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া জেলারা ধুনট থানার ১৩ বছরের শ্যালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক ভগ্নিপতি মোঃ ইউসুফ আলী (২৫ ) এবং টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন সারিঙ্গাচোলা এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল মধুরপুর থানার গণধর্ষণ মামলার প্রধান ধর্ষক মোঃ সুমন (৪৫) কে গ্রেফতার করা হয়। রোববার (৫ অক্টোবর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম ঘটনার বাদীর এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত ধর্ষক মোঃ ইউসুফ আলী ভিকটিমের ভগ্নিপতি। ভিকটিম গত ১২ জুলাই ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যায়। ধর্ষক কৌশলে ধর্ষকের স্ত্রী অর্থাৎ ভিকটিমের বড় বোনকে ডাক্তার দেখাতে পাঠিয়ে দেয়। সেই সুযোগে ধর্ষক ভগ্নিপতি বিকেলে ধারালো চাকুর ভয় দেখিয়ে শ্যালিকাকে একাধিকবার ধর্ষণ করে। ফলশ্রুতিতে ভিকটিম অসুস্থ হয়ে পড়ায় তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে বগুড়া জেলার ধুনট থানায় ভগ্নিপতির বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজু হওয়ার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে ও ধর্ষক ভগ্নিপতিকে গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩ র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র্যাব-১২ বগুড়া এর যৌথ আভিযানিক দল শনিবার (৪ অক্টোবর) রাতে টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন তক্তারচালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক ভগ্নিপতি মোঃ ইউসুফ আলী (২৫), জেলা-বগুড়া’কে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় ঘটনার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর নাবালিকা (১৭) মেয়েকে ধৃত অভিযুক্ত মোঃ সুমন (৪৫) সহ এজাহারনামীয় অন্যান্য অভিযুক্তগণ গত ১৫ জুন সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে অটোরিকসাযোগে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। বাদী বিষয়টি জানতে পেরে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলা রুজু হয়।
এরই প্রক্ষিতে সিপিসি-৩,র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দ শনিবার (৪ অক্টোবর) রাতে টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন সারিঙ্গাচোলা এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান ধর্ষক মোঃ সুমন (৪৫) জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।