কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপ শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আন্তর্জাতিক সংলাপে কারা অংশ নিচ্ছেন কক্সবাজারের হোটেল বে ওয়াচে আয়োজিত এ সংলাপে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ ও বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এ সংলাপ মূলত আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে আয়োজন করা হয়েছে।রোহিঙ্গাদের প্রত্যাশা সরাসরি জানানো হবে সংলাপের বিশেষ গুরুত্ব হলো রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি অংশগ্রহণ। তারা এখানে তাদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানাবেন। এসব মতামত নিউইয়র্ক সম্মেলনের আলোচনায় প্রতিফলিত হবে।
চারটি থিম্যাটিক অধিবেশন পররাষ্ট্র সচিব জানান, সংলাপ চারটি মূল থিম্যাটিক অধিবেশনের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে মানবিক সহায়তা ও চলমান তহবিল সংকট মোকাবিলা রাখাইন রাজ্যের পরিস্থিতি ও প্রত্যাবাসনের আস্থা গড়ে তোলা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের কৌশল সংলাপ শেষে একটি “চেয়ার’স সামারি” তৈরি হবে, যেখানে আলোচনার মূল সারমর্ম ও সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এটি নিউইয়র্ক সম্মেলনের গুরুত্বপূর্ণ আউটপুট ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে।
রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপট ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে বাংলাদেশ সরকার সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।