রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন রবিবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস উদযাপন করছে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে। বিবিসির খবরে বলা হয়, হামলার পরপরই বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, ভূপাতিত ড্রোন বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করেছে। তবে বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এদিকে, জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) রাশিয়া ও ইউক্রেন উভয়কেই সতর্ক করে জানিয়েছে, যুদ্ধ চলাকালে পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। কুরস্ক অঞ্চলের পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ নিয়ে ইউক্রেন এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। উল্লেখ্য, গত বছর আকস্মিক পাল্টা অভিযানে ইউক্রেনীয় সেনারা অল্প সময়ের জন্য ওই অঞ্চলে প্রবেশ করেছিল।