খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় শামীম আহমেদ (৩৫) নামে এক যুবদল নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার উথালী গ্রামের বাসিন্দা এবং ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি স্ত্রী ও মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আঠারো মাইল বাজার এলাকায় বসবাস করছিলেন। শামীমের স্ত্রী বৃষ্টি আক্তার জানান, সন্ধ্যার পর এজাজ ও শরিফুল ইসলাম নামে দুই যুবক তাদের বাড়িতে আসে। রাত ১১টার দিকে খোঁজ নিতে গিয়ে তিনি স্বামীর জবাই করা মরদেহ দেখতে পান।
এসময় ওই দুই যুবক বাড়ি থেকে পালিয়ে যায়। ডুমুরিয়ার মাগুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইব্রাহিম হোসেন বলেন, “এটি একটি হত্যাকাণ্ড। নিহতের স্ত্রীর তথ্যের ভিত্তিতে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে হত্যার রহস্য বেরিয়ে আসবে।” মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।