রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেলের সামনের সড়কে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা স্পষ্ট নয়। হোটেলের সামনে সড়কবিভাজকের ওপর একটি বটগাছ আছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এই বটগাছের কাছের সড়কেই কিছু একটা বিস্ফোরিত হয়েছে।
বিস্ফোরণের শব্দ পাওয়ার পর ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে দেখা যায়, পোড়া দুটি বস্তু থেকে ধোঁয়া বের হচ্ছে। বিস্ফোরণের এ ঘটনায় কেউ হতাহত হননি। স্থানীয় এক দোকানদার বলেন, এত জোরে শব্দ হয়েছে যে তিনি ভয় পেয়েছেন। বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন ভাড়ার মোটরসাইকেলচালক মো. নুর হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলের কাছ থেকে একটা বাস চলে যাওয়ার পরই বিকট আওয়াজ শুনি। কিন্তু কী বিস্ফোরিত হলো, কে বিস্ফোরণ ঘটাল, তা আমি দেখতে পাইনি।’ নুর হোসেন আরও বলেন, পটকাজাতীয় কিছু একটা ফুটে থাকতে পারে বলে তাঁর ধারণা।
আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এ হরতালের ডাক দেয়।
গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।