খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট কাইরন পোলার্ড কোথাও কোচ, কোথাও খেলোয়াড়। আইপিএলে মুম্বাইয়ের ব্যাটিং কোচ তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন এই অলরাউন্ডার। আবার খেলোয়াড় হিসেবেই সেই পোলার্ডই দাপিয়ে বেড়াচ্ছেন মাঠেও। এবার দ্য হানড্রেডে ৫ বলে ৫টি ছক্কা মেরেছেন পোলার্ড। সেটাও টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা বোলার রশিদ খানকে।
‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট–এর নাম পরিবর্তন হবে’ ১০০ বলের এই টুর্নামেন্টে গতকাল সাউদাম্পটনে ট্রেন্ট রকেটসের মুখোমুখি হয়েছিল পোলার্ডের সাউদার্ন ব্রেভ। আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ১২৬ রান তোলে ট্রেন্ট রকেটস।
পোলার্ডের ২৩ বলে ৪৫ রানের ইনিংসে সেই রান ১ বল বাকি থাকতে তাড়া করে সাউর্দান ব্রেভ। ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলা পোলার্ড ইনিংসের একপর্যায়ে করেছিলেন ১৪ বলে মাত্র ৬ রান। এরপরও রশিদের ওপর ঝড় চালান পোলার্ড। তাতে ২০ বলে ৪৯ রানের সমীকরণ নেমে আসে ১৫ বলে ১৯ রানে।
টি-টোয়েন্টি ক্রিকেটেও এর আগে ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন পোলার্ড। ২০২১ সালে আকিলা ধনাঞ্জয়ার বলে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। টি-টোয়েন্টি বা হানড্রেডে রশিদের সবচেয়ে খরচে ওভার ছিল এটি।
ম্যাচ শেষে পোলার্ড বলেছেন, ‘আমি ওর বিপক্ষে অনেক খেলেছি। অনেকবার আউটও হয়েছি। কী হচ্ছে, সেটা আমি দেখছিলাম। তবে আমি জানতাম, রশিদ কোন লেংথে বোলিং করবে। ও যদি ফুল লেংথে বোলিং করে, আমি আমার শক্তির জায়গা অনুযায়ী সোজা মারব, ও তিনটা ফুল লেংথে বল করেছে, যা আমার আয়ত্তের মধ্যে ছিল। তখন থামার অবস্থা ছিল না, সর্বোচ্চ রান নিতেই হতো। রশিদ দুর্দান্ত বোলার। কিন্তু এটা এমন একটা দিন, যেদিন আমি জিতেছি।’