টাঙ্গাইলের গোপালপুর-কোনাবাড়িতে বোরহান উদ্দিন ফাউন্ডেশনের সভাকক্ষে রম্যলেখক সৈয়দ মুজতবা আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, কবি শহীদুর রহমান শাহীনের ‘লালটিপ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও স্বরচিত কবিতাপাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খন্দকার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ‘সময়ের সাহিত্যকণ্ঠ’ পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল, মেহেরুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার এম এ ওয়াদুদ।

মূখ্য আলোচক হিসেবে সৈয়দ মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা করেন কবি অধ্যাপক ডা: শহীদুর রহমান শাহীন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য(অবঃ) বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ, মানবাধিকার পরিষদের উপজেলা সভাপতি আলহাজ্ব মো: আজমল খান, রনলা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কবি মো: ইদ্রিছ হোসেন ও অধ্যাপক রাধেশ্যাম বসাক(অবঃ)।
স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি খালেক মাহমুদ, খন্দকার এম এ ওয়াদুদ, কবি অধ্যাপক ডা: শহীদুর রহমান শাহীন, কবি ও বাচিকশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী, কবি ও বাচিকশিল্পী অটল শরিয়ত উল্লাহ, কবি ও বাচিকশিল্পী মো: হারুন অর রশীদ হিটলার, কথাসাহিত্যিক ও কবি মুক্তার হোসেন, কবি মো: বেলায়েত হোসেন ও কবি আব্দুল জলিল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সময়ের সাহিত্যকণ্ঠের নির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ।
অনুষ্ঠান আয়োজনে ছিলো খন্দকার আফসার উদ্দিন গণ-গ্রন্থাগার, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এবং লিটল ম্যাগাজিন “মৃন্ময়”।