নিজস্ব প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যারা ধানমন্ডি ৩২ পুড়িয়েছে তাদের বিচার করতে হবে। বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করে এর বিচার করতে হবে। সঠিক বিচার না করলে এই সরকারকেও তার জবাবদিহিতা করতে হবে।
শুক্রবার (৯ আগস্ট) রাতে টাঙ্গাইলে নিজ বাসভবন করে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর বলেন, বঙ্গবন্ধু এই দেশের সম্পদ, এই দেশের সম্মান। তার প্রতিকৃতি ভাঙার কোনও মানে হয় না। এটা যদি আন্দোলনের পক্ষের লোকেরা দেখে থাকেন তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। আর যদি কেউ এর ভেতরে ঢুকে আন্দোলনকে বিপদগামী করার জন্যও করে থাকে তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করে এর বিচার করতে হবে। ভারতেই থাকবেন শেখ হাসিনা তিনি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতার লালসা নাই। দুর্নীতি যদি গলা টিপে না ধরতে পারেন তাহলে এই সরকারের প্রতিও মানুষের আস্থা থাকবে না। মানুষ দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা চায়। এখানে কতটা বছর ধরে শুধু অন্যায় আর অন্যায় হচ্ছে। এই আন্দোলনটা কোটা আন্দোলনেই এতোটা সফলতা আসে নাই, বৈষম্যের জন্যও আসে নাই, মানুষ ক্ষিপ্ত হয়েছে। তিন-চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে যেতে পারে নাই। মানুষের ইচ্ছার বাইরে সরকার চলেছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৫ আগস্ট এতোদিন সরকারিভাবে পালিত হয়েছে। এবার কীভাবে পালিত হবে, নাকি পালিত হবে না আমরা এই অন্তবর্তীকালীন সরকারের কাছে জানতে চাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা থানায় যোগদান করে মানুষকে সেবা দেন। কোনও দল বা গোষ্ঠীর হয়ে কাজ করলে আপনাদের কোনও ভবিষ্যৎ নাই। হিন্দুদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, দেশে হিন্দুদের নির্যাতন, হুমকি ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যারা করছেন তাদের হাত গুটিয়ে নেওয়া দরকার, নাহলে হাত জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।