সমাচার ডেস্ক : হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার) বলেছেন, বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরে পশ্চিম দিকে আমরা এবার যানজটের আশঙ্কা খুবই কম করছি। যানজট এড়াতে আমাদের সকল ধরনের প্রস্তুতি থাকবে। বঙ্গবন্ধু সেতুতে আমাদের একটা জট তৈরি হয় বা গাড়ি স্লো হয়ে যায়। এটা মূলত দুটি কারনে হয়ে থাকে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনটি চার লেন আবার কোথাও কোথাও ছয় লেনের সুবিধা পাচ্ছে। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক গাড়ি বঙ্গবন্ধু সেতুতে চলে আসে। কিন্তু সেতু দুই লেনের। সেতুর যে ধারণ ক্ষমতা তা আগের মতই আছে। সেতু দিয়ে গাড়ি গুলো সবোচ্চ গতিতে পার করলেও কিন্তু সেতুর কাছে একটা টেল হবে বা যানবাহন স্লো হবে। এজন্য যাত্রীদেরও প্রস্তুত থাকতে হবে। আমরা চেষ্ঠা করবো আমাদের সকল ব্যবস্থাপনার মধ্য দিয়ে কত সুন্দর এবং দ্রুত সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পার করার জন্য। আশা করছি বড় ধরনের কোন যানজট হবে না।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঈদের সময় কিছুটা যানজট তৈরি হয়। সেটি হলো ট্রোল প্লাজা ও বঙ্গবন্ধু সেতু কেন্দ্রিক। সেটিও আমাদের যতটা সম্ভব
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বলেন, ফিটনেস বিহীন লক্কর ঝক্কর গাড়ি ঈদের সময় বেশি চলে আসে এবং এরাও একটা যানজটের কারণ হয়। সেই ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি।
এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, গাজিপুর রিজিউনের পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।