টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চর গুলোতে কলার আবাদ করছেন চাষিরা। যেসব জমিতে কোনদিন ফসল আবাদের কল্পনাও করেনি কেউ। এখন সেইসব জমিতে হচ্ছে নানা জাতের কলার আবাদ।সামান্য পরিচর্যা করলেই বেড়ে উঠে এসব কলার গাছ। রোগ বালাই কম থাকায় কলা আবাদে ঝুঁকি কম। তবে প্রমাত্মা যমুনার ভাঙ্গণে মাঝে মধ্যেই বিলীণ হয়ে যায় এসব চরাঞ্চল।
যমুনার চরে আবাদ হচ্ছে কলা
সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনার চর অঞ্চলে কৃষকরা কলা আবাদ করছেন।অন্য ফসল আবাদ ছাড়াও কলা আবাদ করছেন চাষিরা। সারি সারি কলা গাছে ধরে আছে কাঁদি কাঁদি কলা।চরাঞ্চলের চাষিরা কলা আবাদের দিকে জোগচ্ছেন। অন্য ফসলের চেয়ে কলা আবাদ লাভজনক হওয়ায় কলা আবাদ করছেন তাঁরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় চার হাজার ৯০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হবে এক লাখ ৩০ হাজার ২০০ মেট্রিক টন কলা। সাধারণত টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় কলার আবাদ হয়। সম্প্রতি জেলার যমুনার চর গুলোতে প্রচুর কলার আবাদ হচ্ছে। এক সময় এসব জমি অনাবাদি পড়ে থাকতো। এখানকার কলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। লাভজনক হওয়ায় চাষিরা খুশি কলার আবাদ করে।
কলা চাষি রহিজ উদ্দিন বলেন, যমুনার চরে কলা চাষ খুবই লাভজনক। আমি দুই বিঘা জমিতে কলা আবাদ করেছি। আমার কলা বাগানে ৮০০ কলা গাছ আছে। ৮০০ কলা গাছে ৮০০ কলার কাদি আসবে।বছরে দুই লাখ টাকা কলা বিক্রি করতে পারবো। খরচ বাদে আমার দেড় লাখ টাকা লাভ থাকবে।
কলা চাষি জামাল মিয়া বলেন, অন্য ফসল আবাদ করলেও সেই ফসল ঘরে তুলতে পারি না।এই জন্য যমুনার চরে কলা আবাদ করেছি। আমার বাগানে চারশ কলা গাছ রয়েছে। প্রায় ১৫০ টি গাছে কলা এসেছি।এক মাসের মধ্যে কলার কাঁদি কাটা যাবে।আমার খরচ ৫০ হাজার টাকা হলেও দেড় লাখ টাকা লাভ থাকবে।
কলা চাষি নজরুল বলেন, চর এলাকায় অনন্য ফসল আবাদ করে শান্তি পাই না। কলা আবাদ করলে লাভবান বেশি হয়। আমি দুই বিঘা জমিতে কলা আবাদ করেছি। প্রায় সাড়ে চারশ কলা গাছ আছে। ভালোই কলা এসেছে। কলা চাষ করে আমি ভালো লাভবান হয়। খরচ বাদে দেড় থেকে দুই লাখ টাকার মতো কলা বিক্রি করতে পারবো।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ জানান, জেগে ওঠা চর গুলোতে কৃষকরা মিশ্র জাতের ও উন্নত জাতের কলা আবাদ করছেন। আমরা মাঠ পর্যায়ে কর্মীদের দিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। এছাড়াও সঠিক নিয়মে সার প্রয়োগের পরামর্শ দিচ্ছি। কলা গাছে যদি কোনো রোগের আক্রমণ হয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে। কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় এইজন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
টাঙ্গাইলে র্যাব-১৪ সিপিসি-৩ অভিযান চালিয়ে ৬,৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মির্জাপুর ও সদর উপজেলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতাররা...
পটিয়ার দক্ষিণ ভূর্ষি এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় মো. শহীদ (৩৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে। স্থানীয়...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় দুই পক্ষের দ্বন্দ্ব ও উত্তেজনার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ধারা আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা...
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব করতে একটি পে কমিশন গঠন করেছে সরকার। চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই কমিশন প্রস্তাবিত কাঠামো তৈরি করবে।...
দেশের দুর্বল ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তে আতঙ্কে পড়েছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। তারা দাবি করছেন, এসব প্রতিষ্ঠান বন্ধের আগে শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে হবে। তবে বিদ্যমান...