টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সহসভাপতি, কবি ও সাংবাদিক জহিরুল ইসলাম শেলির বড় ভাই ওবাইদুল ইসলাম লুটন (৫৫) আর নেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ওবাইদুল ইসলাম লুটন উপজেলার সদরের বাইমহাটি গ্রামের সাইফুল ইসলাম মাস্টারের ছেলে। মৃত্যুর কারণ পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও জানাজা মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, পাঁচ ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর উপজেলা প্রশাসন জামে মসজিদে জানাজা শেষে তাকে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
শোক প্রকাশ ওবাইদুল ইসলাম লুটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকী। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।











