নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা পৃথকভাবে অবস্থান কর্মসূচী পালন করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ সোহরাব নেতৃত্ব দেন। বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীরা এই কর্মসুচী পালন করেন।
নতুন বাসস্ট্যান্ড এলাকায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি সহ প্রমুখ উপস্থি’ত ছিলেন। এসময় নেতাকর্মীরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেন। অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলমের নেতৃত্বে গোড়াই শিল্পাঞ্চল এলাকায় মিছিল বের করা হয়।
এ সময় উপজেলা বিএনপির মুক্তি যুদ্ধাবিষয়ক সম্পাদক আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক লতিফ মাস্টার, সহ শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা শহীদুর রহমান শহীদ, আব্দুর ছবুর, বাদল খান, এমারত হোসেন, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নূর, সাধারন সম্পাদক আনিছুর রহমান জুয়েল, গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক আলামিন সিকদার প্রমুখ বক্তৃতা করেন।