নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কবরস্থানের ফান্ডের টাকার হিসাব নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী বাজারে মারামারির ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোহান (২১), সাজু (৫৪), মিনজু (৫০), রকিব (৩৫) ও জুয়েল (৪০)। তাদেরকে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার জামুর্কী কবরস্থানের ফান্ডের টাকার হিসাব নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল।
সেই দ্বন্দ্বের রেশ ধরে সোমবার (১৯ আগস্ট) দুপুরে জামুর্কী বাজারে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম জরিপ ও অপু শেখের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ৫ জন আহত হন। আহত সবার বাড়ি জামুর্কী গ্রামে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
অপু শেখ বলেন, কবরস্থানের ফান্ডের টাকা কমিটির লোকজন নানা অজুহাতে তশরুপ করেছে। সেই টাকার হিসাব চাওয়ায় গ্রামের লোকজনের ওপর তারা হামলা করেছে। জামুর্কী সামাজিক কবরস্থানের সভাপতি খলিলুর রহমান বলেন, অপু শেখ ও তার লোকজন ফান্ডের টাকা নিজেদের আয়ত্তে নিতে নানাভাবে আমাদের ওপর চাপ সৃষ্টি করে আসছে।