সমাচার ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪২) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘরের পাড় শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)।
হেলাল পেশায় একজন কসাই এবং কাদেরুল স্থানীয় একটি বেকারির শ্রমিক। তারা দুজনেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
হাসপাতাল, স্থানীয় লোকজন ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে দেশীয় মদ (বাংলা মদ) পান করেন হেলাল ও কাদেরুল। পরে তারা অসুস্থ হলে রাতেই কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে হেলাল ও দেড়টার দিকে কাদেরুলের মৃত্যু হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে কালিয়াকৈর থানা পুলিশ।