টাঙ্গাইলের মির্জাপুরে এক যুবকের অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী।রবিবার বেলা ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অটোরিকসা চালক উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের লিটন মিয়ার ছেলে রমজান আলী।জানা যায়, অজ্ঞাত ব্যক্তি যাত্রী পরিচয়ে পাকুল্যা বাসস্ট্যান্ড থেকে মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হলে আছিমতলা এলাকায় পৌঁছালে একটি হাইস গাড়িতে ছিনতাইকারী চক্রের সদস্যরা অটোরিকশা চালককে থামাতে বলে।
এরপর রমজানকে মৃত্যুর ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।পরে অটোরিকশা চালক কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা জানতে পেরে অজ্ঞাত ব্যক্তিরপিছু নেয়। এসময় হাইচ গাড়িতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও অজ্ঞাত ব্যক্তিকে গণধোলাই দেয় স্থানীয়রা।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ছিনতাইকারীকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে মির্জাপুর থানার এএসআই মিরান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।অটোরিকশা চালক অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।