প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দেশটির পার্লামেন্ট ভবনের বড় অংশ। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নিতিজেলায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার ডিপার্টমেন্ট জানায়, রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হলেও তীব্রতার কারণে সংসদ ভবনের অর্ধেকের বেশি অংশ ছাই হয়ে যায়। সহায়তায় ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও কাজ করে।
কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ধ্বংস হয়ে যায় অধিবেশন কক্ষ, অফিস, গ্রন্থাগার ও সংরক্ষণাগার। অবশিষ্ট ভবনটিও ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।