মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইমুনা বিনতে রহমান
বুধবার (৯ জুলাই ) আগামী এক বছর মেয়াদি মাভাবিপ্রবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি
কমিটির অনুমোদন দিয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ার রহমান আনসারী এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহাবুবা নাসরিন, সংগঠন সম্পাদক: রূপা মজুমদার, সহ-সংগঠন সম্পাদক মো. হাবিবুর রহমান, কনটেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক মো. নাজমুল হাসান ভূঁইয়া, অর্থ সম্পাদক ইসরাত জাহান হেলেন, গ্রাফিক্স, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সুমন রায়, নির্বাহী সদস্য মো. সাজ্জাদ হোসেন, মো. কামরুজ্জামান ফারাজী সেলিম।
সভাপতি ফয়সাল আহমেদ বলেন, “আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো ইংরেজি ভাষার ব্যবহারিক দক্ষতা, বাক্পটুতা, লেখালেখি, শোনা ও পড়ার ক্ষমতা বৃদ্ধি করা। যদিও আমরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অধ্যয়ন করি, তবুও বাস্তব জীবনে এই ভাষায় দক্ষতা প্রায়ই সীমিত থাকে। সেই ঘাটতি পূরণে ক্লাবটি সাপ্তাহিকভাবে একটি নিরবচ্ছিন্ন অনুশীলনের প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে সদস্যরা নিজেদের দক্ষতা নিয়মিতভাবে শাণিত করতে পারে।”
সাধারণ সম্পাদক মাইমুনা বিনতে রহমান বলেন, “ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিনা সংকোচে ইংরেজি চর্চা করা যায়। অনেক সময় বন্ধুমহলে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে সংকোচ বোধ হয় বা হাস্যরসের শিকার হতে হয়—কিন্তু এখানে সেই সমস্যা নেই। আমাদের ক্লাবের মূল মটো ‘Learn English, Access the World’—যা প্রতিফলন করে যে জ্ঞানার্জনের জন্য ইংরেজি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”
সোসাইটির সদস্যরা আশাবাদী, নতুন কমিটির হাত ধরে ইংরেজি চর্চা আরও গতিশীল হবে। ভবিষ্যতে আয়োজন করা হবে বিভিন্ন কর্মশালা, বিতর্ক, সাহিত্য প্রতিযোগিতা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম—যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
মধুপর পৌরশহরে ফুটপাত দখলকারীদের বি”রু”দ্ধে ভ্রাম্যমান আ”দা”ল”ত দুই ব্যবসায়ীকে জ”রি”মা’না
টাঙ্গাইলের মধুপর পৌরশহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে মধুপুর শহরের টাঙ্গাইল- ময়মনসংহ আঞ্চলিক মহাসড়কের সাথী...