মাদারীপুরের কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি (কল্লাকান্দি) গ্রামে। নিহত পাখি আক্তার (২৮) ছিলেন সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের কন্যা।
স্থানীয় সূত্র জানিয়েছে, রাতে দুর্বৃত্তরা ভুক্তভোগীর ঘরের চালায় ঢিল ছুঁড়ে। তখন তাদের চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুলে দিলে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে পাখি আক্তারকে কুপিয়ে হত্যা করে। পরে শিশুটি প্রতিবেশীদের ডেকে আনে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ও স্বজনরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, নিহত গৃহবধূ বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে হুমকি দেওয়া হতো। বিষয়টি এলাকার মুরব্বিদের জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা বলেন, “নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় দুর্বৃত্তরা মুহূর্তেই হত্যা ঘটিয়ে পালিয়ে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করা হয়নি।”