বুয়েনস আইরেস, ৫ সেপ্টেম্বর: দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে মনুমেন্তাল স্টেডিয়ামে স্মরণীয় বিদায়ী রাত উপহার দেন আর্জেন্টাইন মহাতারকা।
খেলার শুরু থেকেই দর্শক ও সতীর্থদের ভালোবাসায় ভিন্ন আবহ তৈরি হয়েছিল। মেসির স্ত্রী ও সন্তানরা গ্যালারিতে উপস্থিত থেকে সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হন।

প্রথমার্ধের শেষ মুহূর্তে হুলিয়ান আলভারেজের পাস থেকে মেসির দুর্দান্ত চিপ শট আর্জেন্টিনাকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে তার দ্রুত ফ্রি-কিক থেকে শুরু হওয়া আক্রমণে লাওতারো মার্টিনেজ গোল করেন। কিছুক্ষণ পর থিয়াগো আলমাদার সঙ্গে দুর্দান্ত সমন্বয়ে মেসি সহজ ট্যাপ-ইনে জোড়া গোল পূর্ণ করেন।
শেষদিকে হ্যাটট্রিকের সুযোগ পেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায়। এই ম্যাচে করা দুটি গোলের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে আসেন মেসি (৭ গোল)। একইসঙ্গে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়ালো ১১৪, যার মধ্যে ১০০টি এসেছে বাম পায়ের জাদুতে।
বিশ বছর আগে মনুমেন্তাল স্টেডিয়ামেই ছিল মেসির দেশের মাটিতে প্রথম ম্যাচ। দুই দশক পর একই ভেন্যুতে শেষবারের মতো খেলে চোখ ভিজিয়েছেন কোটি ভক্ত। আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার বাছাই অভিযান। তবে সমর্থকদের কাছে মনুমেন্তালের এই রাত চিরস্মরণীয় হয়ে থাকবে।