এসো দেশ বদলাই- এসো পৃথিবী বদলাই এই শ্লোগানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ“তারুণ্যের উৎসব” শীর্ষক কর্মশালা-২০২৫ উদযাপন অনুষ্ঠানে টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মধুপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগ মধুপুরের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন-মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া।
এসময় মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সহকারী বন সংরক্ষক টাঙ্গাইল উত্তর আশিকুর রহমান, রাব্বী রায়হান, রোককসানা জামান ও মধুপুর বন বিভাগের সকল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।