টাঙ্গাইলের মধুপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত দশটায় মধুপুর পৌর শহরের টেকীপাড়া এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মীর ইসতিয়াক আহমেদ এসহাক এর সভাপতিত্বে উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।
প্রধান অতিথি খন্দকার মোতালিব হোসেন ফিতা কেটে শহীদ জিয়া স্মৃতি সংসদের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ-আলম, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম সুমন, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মীর ইউসুফ, শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্মআহবায়ক সবুজ আহমেদ, প্রমুখ।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব রফিকুল ইসলাম বাবলু।