“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫।
মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ উদ্যোগে মঙ্গলবার(৯ ডিসেম্বর) সকাল ১০.৩০ মিনিটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাফর ইকবাল, একাডেমিক সুপার ভাইজার মহিউদ্দন। বজলুর রশিদ খান চুন্নু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, উপজেলা তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার, , উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সোহানা বিলকিস প্রমুখ। সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবিমাত্র।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মধুপুর উপজেলা দুপ্রকের সভাপতি আব্দুল মজিদ।











