মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি,মোঃ আবুল হোসেন আকাশ: টাঙ্গাইলের মধুপুর উপজেলা আদিবাসী দের পক্ষ থেকে মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইয়াকুব আলী কে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান । গতকাল ১৯ শে জুন বুধবার সকালে মধুপুর উপজেলা অরণখোলা ইউনিয়নে ভুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মধুপুর ও ধনবাড়ী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি। সংবর্ধিত অতিথি মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মোঃ ইয়াকুব আলী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ সজীব আহমেদ, উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, আরো উপস্থিত ছিলেন মধুপুর পৌর সভার মেয়র মোঃ সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাঈদ তালুকদার দুলাল, উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী আব্দুল মোতালেব, মধুপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা শাখার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি: উইলিয়াম দাজেল, অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্যমল মানখিন।
আয়োজনে আবিমা আদিবাসী সংবিধানা বাস্তবান কমিটি।