টাঙ্গাইলের মধুপুরের বিভিন্ন এলাকায় মাটি কাঁটা বন্ধে অভিযান অব্যাহত রেখেছেন মধুপুর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার ২৯ রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের টিকরী গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এসময় তিনি টিকরী বংশাই নদীর তীরে মাটি কাঁটা বন্ধে একটি অভিযান পরিচালনা করেন এবং মাটি কাঁটা বন্ধ করে দেন। এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলেও জানান তিনি। এর আগে চলতি মাসের ১৪ তারিখে মধুপুর পৌরসভার কাইতকাই মৌজায় মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১২ জানুয়ারি মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের তিনটি স্পটে অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়।
এসময় টিলা ধরনের জমি থেকে লাল মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে এক ব্যক্তিকে ৫০,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ৫ জানুয়ারি, মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে এক ব্যক্তিকে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।