টাঙ্গাইলের মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস পূরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসনের জন্য তিনি ঢেউটিন ও গৃহ নির্মাণের নগদ অর্থ বিতরণ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ইউএনও মো. জুবায়ের হোসেন তিনটি পরিবারের প্রধানদের হাতে ঢেউটিন ও নগদ টাকা তুলে দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা এবং স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনা গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বাড়ি ও একটি দোকানঘর পুড়ে যায়।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন। আশ্বাস বাস্তবায়ন আশ্বাসের পরদিনই ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা পৌঁছে দেওয়ায় ইউএনও মো. জুবায়ের হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আগুনে ক্ষতিগ্রস্তরা।