টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নের গরমবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর কর্মীসভা শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় গরমবাজারে অনুষ্ঠিত হয়েছে ।
মধুপুর উপজেলার ৯ নং অরনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিজ উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী – মধুপুর) এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী ।
মধুপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা আমিনুল মৃধা এর সঞ্চালনায় এবং কুড়াগাছা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত বিশাল কর্মীসভায় মধুপুর উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এর সাবেক নেতৃবৃন্দ, এলাকায় জনসাধারণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট মোহাম্মদ আলী বলেন, ” ভয় দেখিয়ে, ষড়যন্ত্র করে, মিথ্যা প্রপাগাণ্ডা চালিয়ে আজকে আমার পক্ষে যে জনজোয়ারের সৃষ্টি হয়েছে তা থামিয়ে দেওয়া যাবে না । আমাদের কর্মী সমর্থকদের কাউকে একটু টোকা দিলে তার দাঁতভাঙ্গা জবাব সাথে সাথেই দিয়ে দেওয়া হবে “।