বৃহস্পতিবার (৭ আগস্ট) ১২:১০ ঘটিকায় জনাব জান্নাতুল নাঈম বিনতে আজিজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেএম শাখা, টাঙ্গাইল এর নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় টাঙ্গাইল সদর হাসপাতাল চত্বর হতে দালাল চক্রের ০৫ সদস্য আটক কারা হয়।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের সাজা প্রদান করা হয়। দালাল চক্রের সদস্য যথাক্রমে খোকন, জাহিদ, জাহিদুল, মাসুদ এবং আনিস।
বর্ণিত দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত সেবা প্রত্যাশী অসহায় দরিদ্র মানুষকে উন্নত এবং ভালো চিকিৎসা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বেসরকারি বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।
অনেক অসাধু হাসপাতাল এবং ক্লিনিক কর্তৃপক্ষ তাদের সাথে জড়িত আছে মর্মে জানা যায়।