বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে, ভোট দিছি সন্দ্বীপে, এমপি পাইছি মালদ্বীপে। এ রকম হলে কি চলবে?” তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে এমন এক নির্বাচনী পদ্ধতি চালু হচ্ছে, যেখানে জনগণের ভোট অনুযায়ী জনপ্রতিনিধি পাওয়া যাচ্ছে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
টুকু আরও বলেন, “এই দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত। পিআর (Proportional Representation) পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না। ভোট দিলাম টাঙ্গাইলে, অথচ এমপি এল নোয়াখালী থেকে—এটা গ্রহণযোগ্য নয়। স্থানীয় মানুষ স্থানীয় জনপ্রতিনিধিকেই চায়।”
তিনি সরকারকে “ফ্যাসিস্ট” আখ্যা দিয়ে অভিযোগ করেন, “বিএনপিকে শেষ করতে সরকার বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাবন্দি করে রেখেছিল। মনে করেছিল, খালেদা জিয়া শেষ হলে বিএনপিও শেষ হয়ে যাবে। কিন্তু বিএনপি এখনও টিকে আছে, মানুষ এখনও আমাদের সঙ্গে আছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।