” জয় হোক কবি এবং কবিতার, চাষাবাদ হোক মানবতার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সে সম্মিলিত সাংস্কৃতিক জোট কার্যালয়ে ” ভূঞাপুর সাহিত্য আড্ডা ” আয়োজনে বৃহস্পতিবার ৩০ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডার দশম আসর ।
দশম সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন ইখাবি সরকারি কলেজের অধ্যাপক কবি অনিক রহমান বুলবুল । কবি লিমা রহমান ও হারুন অর রশিদ এর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন “সম্মিলিত সাংস্কৃতিক জোট” ভূঞাপুরের সভাপতি বিশিষ্ট নাট্যজন জনাব জলিল আকন্দ, হাজি ইসমাইল খা কারিগরি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুস সাত্তার খান, ধূমকেতু থিয়েটারের সভাপতি বিশিষ্ট নাট্যজন আব্দুল করিম খান এবং বিশিষ্ট কবি সাইফুল ইসলাম ।
সাহিত্য আড্ডায় কবিতা পাঠ করেন কবি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল আলতাফ, আব্দুল সালাম স্যার, এম এ বাছেদ, চাঁন মাহমুদ, হালিমা খাতুন, লিমা রহমান, এম কে হাতেম, আনোয়ার হোসেন, ফরিদা আক্তার, মির্জা মাশফিয়া, হারুন অর রশিদ এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান ।











