টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রুলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ডাকাতরা হলো, আরিফুল, রাসেল, বেল্লাল, মুকুল ও আছান আলী।স্থানীয়রা জানান, জামালপুরের পিংনা ঘাটে কাজ শেষে যমুনা নদী দিয়ে নৌকায় বাড়ি ফিরছিলেন কয়েকজন শ্রমিক। রাত ৯টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছলে নৌকা সহকারে ডাকাত দল তাদের ওপর আক্রমণ করে কয়েকজনকে কুপিয়ে আহত করে।
এ সময় শ্রমিকরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ৫ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে রাত ১২টার দিকে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম।