টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় চলতি রবি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও সময়মতো কৃষি সহায়তা পাওয়ায় এবার সরিষার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভূঞাপুর উপজেলায় মোট ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মাঠজুড়ে এখন চোখে পড়ছে হলুদ ফুলে ভরা বিস্তীর্ণ সরিষা ক্ষেত, যা প্রকৃতিতে এনে দিয়েছে মনোরম দৃশ্য।
ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের সরিষা বীজ ও সার সরবরাহ করা হয়েছে। এতে কৃষকদের আগ্রহ বাড়ার পাশাপাশি আবাদও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, “এ বছর বারি-১৪, ১৫, ১৭, ১৮, বিনা-৪, ৯ ও ১১ জাতসহ স্থানীয় বিভিন্ন উন্নত জাতের সরিষা চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে আবাদ সম্ভব হয়েছে।”
কৃষি কর্মকর্তার মতে, আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘা জমিতে ৬ থেকে ৭ মণ পর্যন্ত সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সময়মতো জমি চাষযোগ্য হওয়ায় কৃষকরা সুযোগ কাজে লাগিয়ে সরিষা চাষে ঝুঁকেছেন।
তিনি আরও জানান, “প্রাকৃতিক দুর্যোগ বা বড় কোনো প্রতিকূলতা না থাকলে চলতি মৌসুমে ভূঞাপুর উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে।” সরিষার এমন ব্যাপক আবাদে কৃষকদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে। এতে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











