টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ তাইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ চাঁদ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ভূঞাপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিও অপরিহার্য। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি











