“কেউ নেই পাশে যার সমাজ সেবা আছে তার” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত’র পরিবার ও আহতের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
বৃহস্পতিবার(৯ জানুয়ারী) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা রোগী কল্যাণ সমিতি’র আয়োজিত অনুষ্ঠানে ধনবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২ জন ও আহত ৭ জনে মাঝে রোগী কল্যাণ সমিতি’র পক্ষ থেকে ১০ হাজার টাকা করে এ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন- টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা পল্লী উনয়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম হাসান তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত’র পরিবার ও আহতদের কে সার্বিক সহযোগীতায় প্রশাসন সব সময় পাশে রয়েছে ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত’র পরিবার, আহত ব্যাক্তি ও তার পরিবারের সদস্য এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।