মোঃ মোমিনুর রহমান (মোমিন): বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ এর চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন- একেক রাজনৈতিক দল তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে পারেন।
একটি রাজনৈতিক সরকার, একটি নির্বাচিত সরকার যেকোন অনির্বাচিত সরকারের চেয়েও অনেক বেশি শক্তিশালী। কারন জনগণের অংশগ্রহণ থাকে তার পিছনে। কাজেই আমরা মনে করি এই মূহুর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন।
আজ রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ ফুটবল চ্যাম্পীয়নশিপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, ১৯৩০ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে শিক্ষা ও ক্রীড়ায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সুনাম অর্জন করেছে। এরইধারাবাহিকতায় ২০২৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহার পর। আগামী ১২ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভিএফসি-২৫ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ঈদুল আজহার পরবর্তী ৩ দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপ চলবে।