সমাচার ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেছেন। ১১ আগস্ট, বিটিআরসি কার্যালয়ে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেছেন। ‘সিন্ডিকেট’–এর (অসাধু জোট) লোকদের পদত্যাগ দাবি করছেন তাঁরা।
আজ রোববার সকাল থেকেই বিটিআরসির বিভিন্ন পর্যায়ের একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ শুরু করেন। তাঁরা বলছেন, কোনো লেজুড়বৃত্তি, সিন্ডিকেট চলবে না। তাঁরা বৈষম্যের শিকার বলে দাবি করছেন। বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আমিনুল হকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করা হচ্ছে। তবে তাঁরা দুজন আজ কার্যালয়ে আসেননি। বিক্ষোভকারীরা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন।
বিটিআরসির চেয়ারম্যানের একান্ত সচিব আমজাদ হোসেন এবং ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদের বিচার চাচ্ছেন বিক্ষোভকারীরা। তাঁদের পদত্যাগ দাবি করা হচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন, এই দুজনের কাছে তাঁরা বিভিন্ন হেনস্তার শিকার হয়েছেন। বিটিআরসি কার্যালয়ে এখ সংস্থাটির কমিশনার (অর্থ, হিসাব ও রাজস্ব) মুশফিক মান্নান চৌধুরী এবং কমিশনার (তরঙ্গ) শেখ রিয়াজ আহমেদ রয়েছেন।
কমিশনার মুশফিক মান্নান বিক্ষোভকারীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি তুলেছেন। বিষয়গুলো দেখার চেষ্টা করা হবে।