এলবিজার্মান এর সহযোগিতায় “নিড বেইজ ভোকেশনাল ট্রেনিং ইন টাঙ্গাইল” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) পরিচালিত ভোকেশনাল ট্রেনিং সেন্টার আয়োজিত এক বছর মেয়াদি ৬টি ট্রেডের ৩৯ ব্যাচের কোর্সের সমাপনীতে অংশগ্রহনকারী ৯০ জন ও লাইফ ফ্রান্সে সহযোগিতায় পরিচালিত ভোকেশনাল ট্রেনিং এর ৫ম ব্যাচের ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত সোমবার সকালে দেওলা বিজিএস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম ও বিজিএস নির্বাহী পরিচালক পাইং শৈউ মারমা। বিজিএস এর সাধারন পরিষদ সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ডেপুটি ডিরেক্টর জগদীশ চন্দ্র রায়।
প্রশিক্ষণার্থীদের পক্ষে বিভিন্ন ট্রেড হতে বক্তৃতা করেন মেহেদি হাসান, জহিরুল ইসলাম, ফাহিমা আক্তার ও ফাতেমা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন বিজিএস এর অধ্যক্ষ মোঃ সাজেদুল আলম।