হাফিজুর রহমান: বিএনপি দেশের মানুষের পাশে আছে আগামী দিনেও থাকবে বলে মন্তব্যে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেদ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল হক। তিনি সোমবার(১৯ আগষ্ট) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধুপুর, গোপালপুর,ধনবাড়ীর দলীয় নেতাকর্মীর মাথে মত বিনিময় ও পথ সভা করেছেন।
এসময় তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতা’র কবর জিয়াত সহ আহত ব্যক্তিদের চিকিৎসায় পাশে থাকতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া আর্থিক অনুদান তুলে দিচ্ছেন সারাদেশের দলীয় নেতৃবৃন্দরা। সেই সাথে সকল দলীয় নেতা ও কর্মীদেও ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি শৃংখলায় কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, সহ—সভাপতি রতন হায়দার, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সাংগঠনিক সম্পাদক আল আমিন পলাশ, জগনাথ বিশ্ববিদ্যালয় আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনি, সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, আনোয়ার হোসেন তুহিনসহ যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।