বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধনবাড়ী উপজেলা শাখার বর্ধিত সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে শনিবার (০৫ জুলাই) ধনবাড়ী সরকারি কলেজের হলরুমে । ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ।
ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি এবং ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মোঃ হাসানুজ্জামিল শাহীন । বর্ধিত সভা-২০২৫ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ এবং ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান ।
এছাড়াও অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, এম এ মাজেদ বাদল, হাফিজুর রহমান বিএসসি, ধনবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, ধোপাখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ, ধনবাড়ী পৌর বিএনপির নেতৃবৃন্দ, শ্রমিক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।