টাঙ্গাইলের বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে চলাচলে অক্ষম ১৬১জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসব চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আলিম, মানিক মোহাম্মদ তোহা, শফিকুল ইসলাম স্বপন, আয়নাল হক, আলম মিয়া, সেলিম বেগ, সাইফুল ইসলাম, বাদল, জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চলাচলে অক্ষম এসব ব্যক্তিদের খোঁজে বের করে এ কর্মসূচির আওতাভূক্ত করা হয়।