অবশেষে বাজারে আসছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক বিশেষ ইভেন্টে উন্মোচন করা হয় চারটি নতুন মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার।
নতুন কী থাকছে আইফোন ১৭ সিরিজে? বড় ডিসপ্লে: আগের মডেলের তুলনায় স্ক্রিন সাইজ আরও বড় ও আধুনিক। ক্যামেরা উন্নতি: উন্নত লেন্স ও সফটওয়্যারের মাধ্যমে ক্যামেরার মান আগের চেয়ে আরও উন্নত।
দীর্ঘস্থায়ী ব্যাটারি: চার্জিং ছাড়াই আরও বেশি সময় ব্যবহার করা যাবে। বর্ধিত স্টোরেজ: আগের ২৫৬ জিবি স্টোরেজের পরিবর্তে এখন শুরু হচ্ছে ৫১২ জিবি ভ্যারিয়েন্ট দিয়ে।
দাম ও প্রাপ্যতা আইফোন ১৭: ৭৯৯ মার্কিন ডলার ,আইফোন ১৭ প্রো: ১,১০০ মার্কিন ডলার ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স: ১,২০০ মার্কিন ডলার’ আইফোন এয়ার: ১,০০০ মার্কিন ডলার’ সবগুলো মডেলই আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।
বিশেষ ফিচার আইফোন এয়ার মডেলটিকে অ্যাপল আল্ট্রা স্লিম ডিজাইনে নিয়ে এসেছে। এছাড়াও একই ইভেন্টে অ্যাপল তাদের নতুন Apple Watch এবং AirPods Pro-এর আপডেটেড মডেলও উন্মোচন করেছে।