বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১২ ডিসেম্বর সকালে ১৯ পদাতিক ডিভিশনের আয়োজনে ও ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ২৪ ই বেংগলের পরিচালনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাযর কাওলযানি নওশেরিয়া হাই স্কুল মাঠে অসহায় ও দরিদ্র ৩৪০ জনের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।











