ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি সর্বোচ্চ ২,৭১৮ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
স্বর্ণের নতুন দাম বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার কারণে এই সমন্বয় আনা হয়েছে। নতুন দাম অনুযায়ী— ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৮১,৫৫০ টাকা’ ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৭৩,৩০৪ টাকা ‘১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৪৮,৫৪১ টাকা
সনাতন স্বর্ণ: প্রতি ভরি ১,২৩,০৬৭ টাকা’ রুপার দাম অপরিবর্তিত ‘তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে— ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৮১১ টাকা ,২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৬৮৩ টাকা ,১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,২৯৮ টাকা ,সনাতন রুপা: প্রতি ভরি ১,৭২৬ টাকা
বাজারে প্রভাব নতুন দাম কার্যকর হলে দেশের স্বর্ণবাজারে ক্রেতাদের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিয়ে ও উৎসব মৌসুমে এই মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের চাপ বাড়াবে।