বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি অভিনেতা সুনীল দত্ত ও নায়িকা নার্গিসের সন্তান। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন, যা তার ক্যারিয়ারের প্রথম সিনেমা হলেও হিট হয়। এরপর ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয়, বলিউডে তিনি পরিচিত ‘সাঞ্জু বাবা’ নামে। এক সময় তার ‘চকলেট বয়’ ইমেজ অনেক তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল।
সম্প্রতি কপিল শর্মার শো’তে হাজির হয়ে সঞ্জয় দত্ত একটি বিস্ময়কর ঘটনা প্রকাশ করেছেন। তিনি জানান, হঠাৎ পুলিশ তাকে জানায় যে নিশা পাতিল নামের এক নারী ১৪ দিন আগে প্রয়াত হয়েছেন এবং তার সমস্ত ১৫৯ কোটি টাকার সম্পত্তি—including দক্ষিণ মুম্বাইয়ের একটি বাড়ি—সঞ্জয় দত্তের নামে লিখে রেখেছেন।
সঞ্জয় জানান, তিনি সম্পত্তি নিজে নিতে চাননি। ব্যাঙ্ক ডিটেলস অনুযায়ী তার নাম নমিনি হিসাবে উল্লেখ থাকলেও তিনি সব সম্পত্তি মৃতার পরিবারকেই দেওয়ার জন্য আইনি পথে সাহায্য করতে রাজি আছেন।
তিনি বলেন, “আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, উপহার পাঠান। কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে। আমি তাকে চিনি না। তবে যা করেছেন, তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না।”
সঞ্জয় দত্ত বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয়। তিনি নিজেই ৩০০ কোটি টাকার মালিক, ছবি প্রতি ৮-১৫ কোটি টাকার পারিশ্রমিক নেন। মুম্বাই ও দুবাইয়ে বাড়ি, গাড়ি রয়েছে। তিনি হুইস্কি ব্র্যান্ড ও একটি ক্রিকেট দলের সহ-মালিক এবং আরও একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও কাজ করছেন তিনি।