মোঃ মুসা মিয়া: গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বনের জমি অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতার হামলায় ধলাপাড়া রেঞ্জের বিট কর্মকর্তা ও বন প্রহরীসহ ০৯ জন মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনার সঠিক বিচারের দাবিতে রবিবার (০২ ফেব্রুয়ারী) টাঙ্গাইল বন বিভাগের সামনে মানব বন্ধন করেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।

বন বিভাগের এক কর্মকর্তা জানান, আমরা সরকারি কাজ করতে গিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) আমরা সরকারি কাজে বনের অবৈধ দখল উচ্ছেদ করতে আষাঢ়ী চালায় পৌছালে এলাকার বনদস্যু ও দূর্বৃত্তরা দেশীয় অস্ত্র-স্বস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালায়। উক্ত হামলায় আমাদের ০৯ (নয়) জন কর্মকর্তা ও কর্মচারী গুরতর আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমতাবস্থায় আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। তাদের আরও দাবি বন কর্মীরা ঝুকি ভাতা থেকে বঞ্চিত তাই তাদের ঝুকি ভাতা নিশ্চিত কল্পে আহত কর্মকর্তারা যেন সরকারী সকল সুযোগ সুবিধা পায় সেই দাবি তুলে ধরেন।

উক্ত মানব বন্ধনে বক্তব্য রখেন- মোঃ মন্জুরুল ইসলাম ( টাঙ্গাইল সদর রেঞ্জ), মোঃ ওয়াদুদুর রহমান ( ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা), মোঃ শাহিনুর রহমান ( বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা), মোঃআব্দুর রশিদ ( হতেয়া রেঞ্জ কর্মকর্তা), মোঃ এমরান আলী ( বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তা), মোঃ সিরাজুল ইসলাম (দোখলা রেঞ্জ কর্মকর্তা)।