বঙ্গবন্ধু সেতুর উত্তরবঙ্গগামী লেনে রড বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।এতে সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় ও উভয় প্রান্তে যানচলাচল বন্ধ ছিল।
শুক্রবার পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ৩৭ নং পিলারের নিকট উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকের চাকায় হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানী ঘটেনি।এঘটনায় সেতু দিয়ে প্রায় দেড় ঘন্টা যানচলাচল ও টোল আদায় বন্ধ ছিল।
আগুন লাগা ট্রাকটি সরিয়ে নেয়ার দুপুর সোয়া ১টার দিকে সেতু দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়েছে।