বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও দেখালেন তার মানবিক কণ্ঠস্বর। ফিলিস্তিন সংকট ঘিরে মুম্বাইয়ের রাস্তায় আয়োজিত শান্তিপূর্ণ এক বিক্ষোভে অংশ নেন তিনি। তার এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিক্ষোভে অংশ নিয়ে স্বরা ভাস্কর বলেন “ফিলিস্তিনিরা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার গাজায় যে কার্যক্রম চালাচ্ছে, তা সরাসরি গণহত্যা। তাদের লক্ষ্য শুধু ভূমি দখল নয়, বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেওয়া।”
তিনি আরও বলেন, “কেউ যদি ইসরায়েলি জিম্মিদের কথা বলে, তবে হাজার হাজার ফিলিস্তিনির প্রাণহানির কথাও বলতে হবে। হামাসের হামলা আসলে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া।ভারতের ঐতিহাসিক অবস্থান প্রসঙ্গেও স্বরা মন্তব্য করেন “ভারত সবসময় প্যালেস্টাইনের পাশে থেকেছে। নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোই আমাদের শিকড়।
ফিলিস্তিন ইস্যুতে আগেও সরব ছিলেন এই বলিউড তারকা। তবে এজন্য দেশীয় মহলে সমালোচনা, ট্রল এবং ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাওয়ার মতো চাপের মুখেও পড়তে হচ্ছে তাকে। কিন্তু স্বরা জানান, এসব সত্ত্বেও তিনি নিজের মতো করে ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন।